বিয়ের প্রস্তাব করণীয় ও বর্জনীয় ।

বিয়ের প্রস্তাব করণীয় ও বর্জনীয় । . ইসলাম শুধু নামায - রোযার নয় ; ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই এখানে সালাত - সিয়ামের সঙ্গে সঙ্গে বিয়ে - শাদীর আমলও অনেক গুরুত্বপূর্ণ। আজকাল মসজিদে আমরা মুসলিম পরিচয় বজায় রাখি ; কিন্তু বিয়ে - শাদীতে কেন যেন ইসলাম পরিপন্থী কাজই বেশি করি। . শরীয়তে বিবাহ বলতে কী বুঝায় ? নারী - পুরুষ একে অপর থেকে উপকৃত হওয়া এবং আদর্শ পরিবার ও নিরাপদ সমাজ গড়ার উদ্দেশ্যে পরস্পর চুক্তিবদ্ধ হওয়া। এ সংজ্ঞা থেকে আমরা অনুধাবন করতে পারি , বিবাহের উদ্দেশ্য কেবল ভোগ নয় ; বরং এর সঙ্গে আদর্শ পরিবার ও আলোকিত সমাজ গড়ার অভিপ্রায়ও জড়িত। . বিবাহের তাৎপর্য : . বিবাহ একটি বৈধ ও প্রশংসনীয় কাজ। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ক্ষেত্রেই এর যার গুরুত্ব অপরিসীম। বিয়ে করা নবী - রাসূলদের ( আলাইহুমুস সালাম ) সুন্নাত। আল্লাহ তা ‘ আলা ইরশাদ করেন - . وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاج...